জিমেইল আইডি কিভাবে খুলবো । নতুন ইমেইল আইডি খোলার নিয়ম

জিমেইল আইডি কিভাবে খুলবো : সারা বিশ্বে গুগল সার্চ ইঞ্জিনের যেমন জনপ্রিয়তা রয়েছে তার সাথে গুগলের অন্যান্য সার্ভিসেরও ভালো চাহিদা রয়েছে।

অনলাইনে আমাদের দৈনন্দিন জীবনে Email এর ব্যবহার ব্যাপক। gmail id kivabe khule

আমরা নানা প্রয়োজনে ইমেইল এর মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদানপ্রদান করে থাকি। gmail আইডি কিভাবে খুলবো

কিন্তু এই ইমেইলটা আসলে কি? ইমেইল বা জিমেইল এর মধ্যে পার্থক্য কি? এটা কিভাবে কাজ করে? চলুন আমরা বিষয় বিস্তারিত তথ্য জেনে নেই

জিমেইল আইডি কিভাবে খুলবো

আধুনিক পদ্ধতিতে চিঠি আদান-প্রদানের আরেক নাম ইমেইল। আর এই ইমেইল অ্যাড্রেস কীভাবে তৈরি করতে হয় তা নিয়েই আজকের গুরুত্বপূর্ণ টপিক।

Email id খোলার জন্য বেশিরভাগ মানুষ এখন জিমেইল প্লাটফর্মটি বেছে নেয়। জিমেইল আইডি কিভাবে খুলবো

আপনিও যদি জিমেইলের মাধ্যমে ইমেইল অ্যাকাউন্ট তৈরী করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমেই জিমেইল আইডি বা গুগল একাউন্ট খুলতে পারবেন কোনো টাকা ছাড়া। চলুন আমরা মূল আলোচনায় যাই-

ইমেইল কি?

Email হলো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান-প্রদান করা। ইমেইল এর পূর্ণরুপ হলো ইলেকট্রনিক মেইল (Electronic Mail)।

ইমেইল কিভাবে কাজ করে?

মূলত ইমেইল কাজ করে ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আপনি যদি কারো কাছে মেইল/চিঠি পাঠাতে চান তাহলে প্রথমে কম্পিউটার নেটওয়ার্কে জমা হয় এবং সেখান থেকে নির্দিষ্ট ইমেইল এড্রেসে সেন্ড হয়।

পূর্বের দিনগুলোতে এক সময় ইলেইম এর ব্যবহার ছিলো না কারণ তখন ইমেইল সৃষ্টি হয়নি। সেই যুগে মানুষ ডাক ঘরের মাধ্যমে মেইল/চিঠি আদান-প্রদান করত ও সেটা ছিলো অনেক সময়ের ব্যাপার ও ঝামেলাও বটে।

তখন কারো কাছে চিঠি পাঠাতে হলে যার কাছে চিঠি পাঠানো হবে তার নাম, ঠিকানা জেনে চিঠিপ্ত্র লিখতে হতো এবং সেই চিঠি ডাকঘরে গিয়ে জমা দিতে হতো।

ডাকঘরে যখন কতগুলো চিঠি একসাথে জমা হতো তখন ডাকপিয়ন সেটা যার যার ঠিকানায় পৌঁছে দিয়ে আসতো।

এভাবেই আগের দিনগুলোতে চিঠি আদান-প্রদান করা হতো। জিমেইল আইডি কিভাবে খুলবো

1971 সালে ই-মেইল এর সূচনা হওয়ার পর থেকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা শুরু হয় যেটা ছিলো কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা।

আগের দিনে ডাকঘরে যেমন চিঠি জমা হতো বর্তমানে কম্পিউটার নেটওয়ার্কে গিয়ে তা জমা হয় এবং মুহুর্তের মধ্যেই মেইলটি কাংখিত এড্রেসে পৌঁছে যায়।

ইমেইল ও জিমেইল এর পার্থক্য কি?

Email ও জিমাইল এর মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নেই। জিমেইল হলো গুগলের একটি সার্ভিস যা দিয়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনলাইনে ইন্টারনেটের সাহায্যে চিঠি পাঠানো হয়। মূলত ইমেইল এর মাধ্যমেই জিমেইল থেকে চিঠি পাঠানো হয়ে থাকে। চিঠি বলতে শুধু লেখা নয়, বরং কোনো লেখা, ছবি, অডিও-ভিডিও বা অন্যান্য ফাইল এর মাধ্যমে পাঠানো হয়ে থাকে।

জিমেইল কি?

Gmail হলো গুগলের একটি ফ্রী সার্ভিস যা ওয়েবমেইল হিসেবে কাজ করে। এটা গুগলমেইল নামেও পরিচিত কিন্তু ইমেইল ও জিমেইল এর মধ্যে নাম ছাড়া আর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না।

জিমেইল সম্পর্কে জানতে চাই?

2004 সালে সর্বপ্রথম জিমেইল এর আবিষ্কার হলেও এটা জনসাধারণের কাছে পাওয়া যায় 2007 সাল থেকে। সময়ের সাথে তাল মিলিয়ে জিমেইল এর নানা রকম পরিবর্তন হয়ে আসছে এবং এটা সাধারণ জনগণের জন্য সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে।

জিমেইল হচ্ছে একটা গুছানো/ইউজার ফ্রেন্ডলি ওয়েব প্লাটফর্ম যেখানে মেইল করার জন্য সবকিছু সাজানো-গুছানো পাওয়া যায় ও ইনস্ট্যান্ট মেইল পাঠানো যায়।

বর্তমানে প্রতিটি জিমেইল এরজন্য 15 GB করে স্পেস বা অনলাইন ড্রাইভ দেওয়া হয়েছে। যা একজন ফ্রি ইউজারের জন্য যথেষ্ট ভূমিকা পালন করে।

আরো পড়ুন-

জিমেইল কয় ধরনের হয়ে থাকে?

বর্তমানে গুগলমেইল ৩ ধরনের। নিজের জন্য, নিজের সন্তানের জন্য ও বিজনেসের জন্য। আপনি ৩ প্রকার জিমেইল দিয়ে একই কাজ করতে পারবেন তবে বিজনেস জিমেইলটির জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা থাকবে ও চাইল্ড জিমেইল এরজন্য কিছু লিমিটেশন থাকবে।

জিমেইল আইডি কেন খোলা হয়?

মূলত এক স্থান থেকে অন্য স্থানে গোপনীয়তার সাথে তথ্য আদান-প্রদান করার জন্যেই জিমেইল আইডি ইউজ করা হয়। অনলাইনে দৈনন্দিন কাজের জন্য জিমেইলের বিকল্পে অনেক কিছুর মাধ্যমেই তথ্য আদান-প্রদান করা যায়। তবে জিমেইল হলো খুবই গোপনীয় ও সারা জীবনের জন্য ব্যবহারযোগ্য।

জিমেইল আইডি কেন প্রয়োজন?

অনলাইনে কোনো কিছু সাইন আপ করার জন্য ফোন যেমন প্রয়োজন পরে ঠিক তেমনই জিমেইল আইডিরও প্রয়োজন হয়। বর্তমানে বিভিন্ন জায়গায় কোনো কিছুর জন্য আবেদন করতে গেলে ফোন নাম্বারের পাশাপাশি অপশনাল হিসেবে জিমেইল আইডিও চাওয়া হয়। সুতরাং ব্যক্তিগত জীবনে জিমেইল এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমান আধুনিক যুগে স্মার্ট ফোনের ব্যবহার যেমন বেড়েছে তেমনই বেড়েছে সফটওয়্যার ও ওয়েব প্লাটফর্ম। আর বেশিরভাগ সফটওয়্যার ও ওয়েব প্লাটফর্ম এর পূর্ণ সুযোগ-সুবিধা নেওয়ার জন্য ইমেইল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করার প্রয়োজন পরে।

ইমেইল আইডি খোলার জন্য জিমেইল সবচেয়ে সহজ ও জনপ্রিয়তা পাওয়ায় সবাই বেশিরভাগ জিমেইল আইডির মাধ্যমেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে থাকে।

এছাড়া একটি জিমেইল একাউন্টের মাধ্যমে আপনি গুগলের সকল সার্ভিস ফ্রিতে উপভোগ করতে পারবেন। জিমেইল আইডি কিভাবে খুলবো

জিমেইল আইডি দিয়ে কি কি করা যায়?

একটি জিমেইল আইডির মাধ্যমে বিভিন্ন জায়গায় টেক্সট, অডিও-ভিডিও এবং পিডিএফ ফাইল পাঠাতে পারবেন। অনলাইনে ওয়েব প্লাটফর্মগুলোতে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্লে-স্টোর ইউজ করতে পারবেন। ইউটিউব চ্যানেল ও ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ইত্যাদি।

জিমেইল আইডি খুলতে কি কি লাগে?

সাধারণত নতুন একটি জিমেইল আইডি খোলার জন্য যেসব বিষয়গুলো লাগবেই তা হলোঃ নাম, ইউজারনেম, বার্থডে, জেন্ডার পাসওয়ার্ড ও মোবাইল নাম্বার।

এছাড়াও আপনার আগের যদি কোনো ইমেইল আইডি থাকে তাহলে রিকভারি ইমেইল এড্রেস হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। এটা আপনার জিমেইল একাউন্ট আরো মজবুত করে তুলবে।

একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য কোনো চার্জ প্রয়োজন নেই। জিমেইল আইডি কিভাবে খুলবো

আপনার সিস্টেমে ডাটা কানেকশন থাকলেই জিমাইল অ্যাপস বা ওয়েব প্লাটফর্মের মাধ্যমে বিনামূল্যে জিমেইল আইডি খুলতে পারবেন।

কিভাবে জিমেইল আইডি খুলবো?

জিমেইল আইডি খোলা খুবই সহজ। আমি এখানে ধাপে ধাপে জিমেইল একাউন্ট খোলার নিয়ম বলবো।

একটু সচেতন ভাবে নিচের ধাপগুলো ফলো করুন তাহলেই স্বয়ংসম্পূর্ণ ভাবে জিমেইল আইডি খুলতে পারবেন।

মোবাইলে জিমেইল আইডি খোলার নিয়ম

প্রত্যেক স্মার্ট ইউজারের কাছেই জিমেইল অ্যাপস বা গুগল প্লে-স্টোর অ্যাপটি ইনস্টল করা থাকে।

আপনার জন্য ভালো যদি প্লে-স্টোরের মাধ্যমেই জিমেইল আইডি খুলে থাকেন। জিমেইল আইডি কিভাবে খুলবো

কারন প্লে-স্টোর একাউন্ট ক্রিয়েট করা থাকলে গুগলের অন্যান্য অ্যাপ ওপেন করলে অটোম্যাটিক সেই জিমেইল আইডিটি চলে আসে লগইন করার জন্য। আপনি চাইলে যেকোনো ব্রাউজারের প্রবেশ করে Gmail.Com লিখে সার্চ করে জিমেইল ওয়েব প্লাটফর্মের ভিজিট করে জিমেইল আইডি সাইন আপ করতে পারেন।

যাইহোক, আপনি যেটার মাধ্যমেই জিমেইল একাউন্ট তৈরি করুন কোনো সমস্যা নেই, কারন জিমেইল আইডি খোলার প্রক্রিয়া একই।

ধাপ-১ জিমেইল আইডি কিভাবে খুলবো

আপনার মোবাইল থেকে গুগল প্লে-স্টোর অ্যাপটিতে প্রবেশ করুন। যদি কোনো জিমেইল আইডি খোলা না থাকে তাহলে একাউন্ট তৈরি করার জন্য বলা হবে, কিন্তু যদি খোলা থাকে তাহলে সার্চবারের সাথে জিমেইল প্রোফাইল আইকনে ক্লিক করে “Add another account” এ ক্লিক করুন।

যাইহোক, জিমেইল “Sign in” এন্টারপেজটি আসলে “Create account” এ ক্লিক করুন। জিমেইল আইডি কিভাবে খুলবো

আপনি যদি নিজের ব্যক্তিগত প্রয়োজনে জিমেইল একাউন্ট তৈরী করতে চান তাহলে “For myself” সিলেক্ট করবেন আর বিজনেস পারপাসে খুলতে চাইলে “To manage my business” এ ক্লিক করবেন।

ধাপ-২

আপনার জিমেইল আইডির প্রোফাইলের প্রথম ও শেষ নাম দিয়ে ব্লুকালারের “Next” বাটনে ক্লিক করুন।

ধাপ-৩ জিমেইল আইডি কিভাবে খুলবো

এখন আপনাকে জিমেইল আইডির ইউজারনেম চয়েস করতে হবে। তারজন্য “create your own address” এ ক্লিক করবেন।

এখানে খালি ঘরে আপনার একটি ইউনিক ইউজারনেম বসাতে হবে যেটার মাধ্যমে এখন পর্যন্ত কোনো ব্যক্তি জিমেইল আইডি ক্রিয়েট করেনি।

ইউজারনামটি যদি ইউনিক না হয় তাহলে জিমেইল আইডি খুলতে পারবেন না। জিমেইল আইডি কিভাবে খুলবো

তাই ইউজারনাম কারো সাথে মিলে গেলে ইউজারনেমের সাথে কয়েকটি সংখ্যাযুক্ত করে দিন।

ধাপ-৪

এখন আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি হার্ড দেয়ার চেষ্টা করবেন এবং সেটা যেন মনে রাখতে পারেন।

যদি মনে না থাকে তাহলে কোথাও নোট করে রাখতে পারেন। জিমেইল আইডি কিভাবে খুলবো

পাসওয়ার্ডের জন্য দুটি খালি ঘর থাকলে একই পাসওয়ার্ড দুই ঘরেই বসাতে হবে। এরপর “Next” বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে।

জিমেইল আইডি খোলার নিয়ম
জিমেইল আইডি খোলার নিয়ম

ধাপ

এখন আপনার ফোন নাম্বার দেওয়ার জন্য বলা হবে। অনেক সময় ফোন নাম্বার “skip” করার অপশন থাকে, কিন্তু বেশিরভাগ সময় ফোন নাম্বার ভেরিফিকেশন করে পরবর্তি ধাপে এগুতে হয়।

যাইহোক, ফোন নাম্বার ছাড়াও জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায় তবে ফোন নাম্বার দিয়ে তৈরী করলে জিমেইল আইডি সিকিউর থাকে।

তাই আপনার ফোন নাম্বার দিয়ে “Next” বাটনে ক্লিক করবেন। জিমেইল আইডি কিভাবে খুলবো

এবার আপনার জিমেইল আইডি এক নজরে দেখার জন্য রিভিউ করার জন্য একটি পেজ আসবে। এখানে আপনার জিমেইল আইডি ফোন নাম্বার দেখতে পারবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে “Next” বাটনে ক্লিক করবেন।

অনেক সময় রিভিউ করার এই পেজটি নাও আসতে পারে তো এরজন্য ভয়ের কোনো কারন নেই।

তবে রিভিউ পেইজের পরিবর্তে জিমেইলে যুক্ত করা ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য ভেরিফিকেশন পেজটি আসবে।

তো আপনি চাইলে এখান থেকেই নাম্বারটি ভেরিফিকেশন করে নিতে পারেনজিমেইল আইডি কিভাবে খুলবো

ধাপ-৬

এখন আপনার জিমেইল আইডি খোলা হয়েগেছে। তাই জিমেইল আইডি ব্যবহার ও এর শর্তনিয়মাবী মেনে চলার জন্য “Privacy and Terms” পেজটি আসবে যেখানে কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী বলা হয়েছে। চাইলে পড়তে পারেন অথবা নিচের দিকে এসে তাদের শর্ত অনুযায়ী সহমত প্রকাশ করার জন্য “I agree” বাটনে ক্লিক করুন।

অভিনন্দন! আপনার জিমেইল আইডি খোলা হয়েছে। জিমেইল আইডি কিভাবে খুলবো

এখন আপনি চাইলে প্লে-স্টোর থেকে বা ব্রাউজার থেকে বের হতে পারেন। কারন আপনার জিমেইল আইডি তৈরি হয়েগেছে।

নতুন এই জিমেইল আইডি যদি এখন Gmail Apps এ লগইন করাতে চান তাহলে জিমেইল অ্যাপটি ওপেন করুন।

যদি প্লে-স্টোরের মাধ্যমে জিমেইল আইডি খুলে থাকেন তাহলে সেই জিমেইলটি অটোম্যাটিক লগইন হয়ে যাবে। আর ব্রাউজারের মাধ্যমে খুলে থাকলে জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এভাবে আপনি খুব সহজেই স্মার্ট ফোনের মাধ্যমে জিমেইল আইডি খুলতে পারবেন সম্পুর্ণ ফ্রিতে।

জিমেইল ভেরিফিকেশন জিমেইল আইডি কিভাবে খুলবো

Gmail id ভেরিফিকেশন করার জন্য আপনাকে মোবাইলের জিমেইল অ্যাপে প্রবেশ করতে হবে। জিমেইল আইডি কিভাবে খুলবো

আপনার নতুন যে জিমেইল এখন তৈরী করেছেন সেটা দিয়ে লগইন করুন। আর যদি করা থাকে তাহলে করতে হবে না।

  • জিমেইল অ্যাপটি ওপেন করে উপরের ডান দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন।
  • “Manage Your Google Account” এ ক্লিক করুন।
  • “Personal info” তে ক্লিক করুন।
  • একটু নিচের দিকে এসে “Contact info” তে “Phone” সিলেক্ট করুন।
  • “Add now” তে ক্লিক করুন। জিমেইল আইডি কিভাবে খুলবো
  • আপনার জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করতে বলা হবে। তাই জিমেইল এর পাসওয়ার্ডটি আবার দিন।
নতুন ইমেইল আইডি খোলার নিয়ম
নতুন ইমেইল আইডি খোলার নিয়ম
  • আবার “Add now” তে ক্লিক করুন।
  • “Enter number” এ ক্লিক আপনার ফোন নাম্বারটি দিয়ে “Next” বাটনে ক্লিক করুন।
  • নাম্বার ভেরিফাই করার জন্য “Get code” এ ক্লিক করুন।
  • আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটা কপি করে “Enter the code” ঘরটিতে বসিয়ে “Verify” তে ক্লিক করুন।

অনেক সময় অটোম্যাটিক ভেরিফিকেশন কোডটি খালি ঘরে বসে যেতে পারে। যাইহোক, আপনি ভেরিফাইতে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি জিমেইল এ যুক্ত হয়ে যাবে। এখন চাইলে নিজের মতো করে বাকি সেটিংগুলো সাজিয়ে নিতে পারেন।

ফোন নাম্বারটি জিমেইলের সাথে অন্তর্ভুক্ত করায় আপনি হ্যাকারদের হাত থেকে বেচে যাবেন কারন এটা একটি সিকিউরিটি ব্যবস্থা।

কম্পিউটারে কিভাবে জিমেইল আইডি খুলবো?

আপনার পিসিতে যদি কোনো জিমেইল আইডি তৈরি না করে থাকেন তাহলে এখন নিচের ধাপগুলো ফলো করে একটি জিমেইল আইডি খুলে নিন।

  1. যেকোনো ব্রাউজার ওপেন করে Gmail.Com এ ভিজিট করুন। জিমেইল আইডি কিভাবে খুলবো
  2. জিমেইলের ওয়েবসাইটে ভিজিট করলেই “Create an account” লেখা দেখতে পারবেন ও ক্লিক করবেন।
  3. এখন জিমেইল আইডি খোলার জন্য যেসব তথ্যগুলো দিতে হবে তা হলো আপনার “First name” “Last name”, “Username”, “Password” “Confirm password” দিয়ে করে “Next” এ ক্লিক করবেন। পাসওয়ার্ড কমপক্ষে ৮ ক্যারেক্টার বিশিষ্ট বা তারও অধিক হতে হবে।
  4. আপনার “Phone number”, “Recovery email address”, “Month” “Day” “Year”, ও “Gender” দিয়ে “Next” এ ক্লিক করুন। রিকোভারি ইমেইল এড্রেস না দিলেও হবে।
জিমেইল আইডি কিভাবে খুলবো ভিডিও
জিমেইল আইডি কিভাবে খুলবো
  1. ফোন নাম্বার ভেরিফাই করার জন্য “Send” এ ক্লিক করুন। এখন ভেরিফাই করতে না চাইলে “Not now” তে ক্লিক করুন।
  2. আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড মেসেজ করা হবে অথবা কলা করা হবে। ভেরিফিকেশন কোডটি সংগ্রহ করে খালি ঘরে বসান ও “Verify” তে ক্লিক করুন।
  3. এবার “privacy and terms” পেজটি চলে আসবে আপনি একটু নিচে এসে “I agree” তে ক্লিক করুন। অভিনন্দন! আপনার জিমেইল আইডি সম্পূর্ণ ভাবে খোলা হয়েছে।

আপনি নিজে নিজে চেষ্টা করে যদি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে এই আর্টিকেলটি ফলো করলেই বিনামূল্যে gmail id খুলতে পারবেন।

উপসংহার জিমেইল আইডি কিভাবে খুলবো

সম্পূর্ণ বিনামূল্যে জিমেইল আইডি কিভাবে খুলবো তা নিয়ে বিশেষ ভাবে আলোচনা করেছি।

সুন্দর ভাবে এখানে ধাপে ধাপে জিমেইল একাউন্ট খোলার নিয়ম দেখানো হয়েছে।

নিজে যখন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করবেন তখন কোথাও বুঝতে সমস্যা হলে ইমেজে স্ক্রিনশটগুলো দেখে নিবেন।

আর্টিকেলটির কোথাও বোঝার বাকি থাকলে কমেন্ট করুন ও সবার সাথে শেয়ার করুন। জিমেইল আইডি কিভাবে খুলবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!