ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি এখন করণীয় কি? জনপ্রিয় প্লাটফর্ম facebook ব্যবহারকারীরা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যায় পরেন বা ভুল করে থাকেন। তার মধ্যে অন্যতম যে ভুলটি মানুষ বেশি করে থাকে তা হলো ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
ফেসবুক একাউন্ট খুলে অনেকেই সেই পাসওয়ার্ড ভুলে যায় আবার অনেকে পাসওয়ার্ড চেঞ্জ করার পর নতুন password মনে রাখতে পারে না। ( how to recover my facebook password in bangladesh )
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
আমরা যারা ফেসবুক ব্যবহার করি এবং এটার মাধ্যমে নানা রকম গুপন তথ্য আদান-প্রদান করে থাকি তখন আমাদের জেনে রাখা উচিৎ ফেসবুক একাউন্টটি সেভ আছে কি না। আজকে এখানে আমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব । আপনিও যদি এই সমস্যায় পরে থাকেন তাহলে এখনই facebook password বের করে নিন।
আমার ফেসবুক আইডি ভুলে গেছি
আপনি যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান তাহলে যেকোনো সময় আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে এবং আইডি যদি কখনো ভেরিফিকেশন লক হয়ে যায় তাহলে সেই আইডি আর ফিরে নাও পেতে পারেন। কারণ verification lock হয়ে গেলে পূনরায় লগইন করার সময় আইডির পাসওয়ার্ড, মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস প্রয়োজন হবে।
আমার ফেসবুক আইডি ভুলে গেছি
সূচীপত্র
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এখন কি করব?
আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড হারায় ফেলেন বা ভুলে জান তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার facebook পাসওয়ার্ড রিকভারি করে ফিরে পাবেন এবং আইডির যাবতীয় তথ্য বের করতে পারবেন।
অনেকই ফেসবুক সম্পর্কে তেমন কোনো ধারণা রাখে না এবং নতুন ইউজাররা ফেসবুক একাউন্ট তৈরি করে ইউজার নাম ও পাসওয়ার্ড মনে রাখতে পারে না। মূলত এই ধরনের মানুষই বেশিরভাগ ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায় এবং আইডি ফিরে পাওয়ার জন্য নানা রকম উপায় খুঁজে বেড়ায়।
নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়
ফেসবুক আইডির পাসওয়ার্ড ফিরে পাওয়ার জন্য বা পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে একাউন্ট সম্পর্কে কিছু তথ্য প্রদান করতে হবে। যেমন- মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস। এটাও যদি মনে থাকে তাহলে আইডির নাম মনে রাখলেও চলবে।
নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়
তবে নতুন পাসওয়ার্ড দেয়ার সময় আপনার ফেসবুক একাউন্টের ইমেইল এড্রেস বা মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে।
নিজের ফেসবুক পাসওয়ার্ড জানার উপায়
আপনি যদি নিজের ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড জানতে চান তাহলে অবশ্যই আমার মেথডগুলো ফলো করুন। আমি আমার ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর মাত্র ৭টি স্টেপ ফলো করে যেভাবে পাসওয়ার্ড জানতে পারছি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করব
প্রথমে আমি কম্পিউটারের মাধ্যমে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড জানার উপায় শেয়ার করব এবং দ্বিতীয়ত স্মার্ট ফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো । তাহলে চলুন শুরু করা যাক –
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করব
আইডি লগইন থাকা অবস্থায় পাসওয়ার্ড জানার উপায়
স্টেপ-১
যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করে ফেসবুকে ভিজিট করুন।
ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ
স্টেপ-২
আপনার আইডিতে প্রবেশ করার পর ডান দিকে “Arrow” বাটনে ক্লিক করুন। তারপর সিলেক্ট Settings & privacy>Settings>General । আপনার ফেসবুক একাউন্ট মোবাইল নাম্বার নাকি ইমেইল এড্রেস দিয়ে ওপেন করছেন সেটা এখানে “Contact” অপশন থেকে জেনে নিতে হবে।
ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ
স্টেপ-৩
সিলেক্ট Security and Login> Change password । এখনে আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানা থাকলে সেই পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ডযুক্ত করতে পারবেন।

যেহেতু আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন তাই আপনাকে “Forgot your password” লেখাটির মধ্যে ক্লিক করতে হবে।
ফেসবুক পাসওয়ার্ড দেখা
স্টেপ-৪
আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য নতুন একটি এন্টার পেজ ওপেন হবে। আপনার প্রোফাইল ফটো বা নাম দেখে বুঝে নিতে হবে এটা আপনার ফেসবুক আইডি কি না। একই সাথে দেখে নিবেন ইমেইল আইডি বা ফোন নাম্বারটি ঠিক আছে কি না। কারণ এটার মধ্যেই একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে।
কিভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখা যায়

ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য “Continue” তে ক্লিক করুন।
স্টেপ-৫
এখন আপনার কাছে ফেসবুক থেকে যে ভেরিফিকেশন কোডটি পাঠানো হয়েছে সেটা খালি ঘরে বসিয়ে “Continue” তে ক্লিক করবেন।
কিভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখা যায়

আপনি যদি ইমেইল এড্রেস দিয়ে ফেসবুক আইডি খুলে থাকেন তাহলে সেটার মধ্যেই ফেসবুক থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আর যদি মোবাইল নাম্বার দিয়ে খুলেন তাহলে সেটার মধ্যে মেসেজ পাঠানো হবে।
ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড কিভাবে খুলবো
স্টেপ-৬
আপনার ভেরিফিকেশন কোডটি সঠিক হলে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য “Choose a new password” নামে একটি বক্স ওপেন হবে। এখানে খালি ঘরটিতে কম পক্ষে ৬ ক্যারেক্টার বিশিষ্ট পাসওয়ার্ড দিয়ে “Continue” তে ক্লিক করবেন। ফেসবুক পাসওয়ার্ডটি শক্তিশালী দেয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে ফেসবুক আইডি লগইন করার সময় যেন মনে থাকে তাই কোথাও সেভ করে রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন।
ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড কিভাবে খুলবো
স্টেপ-৭
নিউ পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগইন করার জন্য “Keep me logged in” সিলেক্ট করে “Continue” তে ক্লিক করবেন।
আরো পড়ুন-
আইডি লগ আউট থাকা অবস্থায় পাসওয়ার্ড বের করার নিয়ম
আমি আমার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
যাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে নেই বা আইডি যেটা দিয়ে খোলা হয়েছে জিমেইল কিংবা মোবাইল নাম্বার তাহলে ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে আপনার হারানো ফেসবুক আইডি আবার ফিরে পারবেন।
আমি আমার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
ফেসবুক ফরগেট পাসওয়ার্ড এর মাধ্যমে কিভাবে আইডি লগইন করা যায় সেই বিষয়টি এখন আপনাদের কাছে তুলে ধরব। বিস্তারিত জানতে নিচের স্টেপগুলো ফলো করুন।
আমার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
- কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার Open করে ফেসবুকে visit করুন।
- ফেসবুক লগইন পেজটি ওপেন হলে “Log In” অপশনের নিচে “Forgotten password” এ ক্লিক করুন।
- আপনার ফেসবুক আইডি খুঁজে পাওয়ার জন্য email বা mobile number দিয়ে “Search” বাটনে ক্লিক করুন।
- ফেসবুক আইডি খুঁজে পাওয়া গেলে ভেরিফিকেশন কোডের জন্য email বা mobile number সিলেক্ট করে “Continue” তে ক্লিক করুন।
- এখন আপনার কাছে ৬ ডিজিটের একটি otp code পাঠানো হয়েছে যেটা খালি বক্সে বসিয়ে “Continue” তে ক্লিক করতে হবে।
- খালি ঘরে এখন অন্তত ছয় অক্ষর বিশিষ্ট নতুন পাসওয়ার্ড দিয়ে “Continue” তে ক্লিক করুন।
এভাবে আপনি কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ঘরে বসেই হারানো facebook id পাসওয়ার্ড ফরগেট দিয়ে ফিরে পাবেন।
আমার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
মোবাইলে ফেসবুক পাসওয়ার্ড রিকভারি
স্মার্ট ফোনের মাধ্যমে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড কিভাবে খুলবো সেই নিয়মটি এখন আপনারা জানতে পারবেন। মোবাইল দিয়ে facebook password recovery করা সবচেয়ে বেশি সহজ। আপনার যদি পিসি/ল্যাপটপ না থাকে তাহলে হাতের ফোনটিই কাজে লাগাতে পারবেন।
আমার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
- facebook password রিকভার করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে open করে ফেসবুকে visit করুন।
- ফেসবুক এন্টার পেজটি open হলে “Forgotten password” এ ক্লিক করুন।
- ফোন নাম্বার দিয়ে আইডি খুলে থাকলে সেই নাম্বারটি দিয়ে আপনার ফেসবুক আইডি “Search” বাটনে click করে খুঁজে বের করুন। আর যদি email address দিয়ে খুলে থাকেন তাহলে “Search by your email address or name instead” এ click করুন।
- আপনার facebook id খুঁজে পেলে সেটায় click করুন।
- এখন “confirm your account” নামের পেজ আসবে যেখানে আপনার ফেসবুক একাউন্ট রেজিস্টার করা email বা mobile number দেখতে পারবেন। আপনি যেটার মাধ্যমে id verification করতে চান সেটা সিলেক্ট করে “Continue” তে ক্লিক করুন।
- আপনার কাছে যে otp code টি পাঠানো হয়েছে সেটা খালি ঘরে বসিয়ে “Continue” চাপুন।
- এখন যে পেজটি open হবে সেটার মধ্যে মনে রাখার মতো শক্তিশালী new password দিয়ে “Continue” চাপুন।
এভাবে মোবাইলের মাধ্যমেও আপনার ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। আরো কয়েকটি উপায় ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ বা রিকভারি করা যায়। আপনি এই নিয়মগুলো ফলো করে যদি facebook password ফিরে পেতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়
আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট জিমেইল এড্রেসের মাধ্যমে তৈরি করে থাকেন তাহলে এই পদ্ধতিটি ফলো করে ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন। এই পদ্ধতিতে মোবাইল/পিসি যেটাই হোক আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখা যাবে।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
অনেকেই ফেসবুকে লগইন থাকা অবস্থায়ও ফেসবুকের পাসওয়ার্ড জানতে পারে না বা দেখতে পারে না। তার জন্য পাসওয়ার্ড রিসেট করতে হয়। আমি এখন আপনাকে যে নিয়মটি দেখাবো সেটা খুব কম মানুষই জানে এবং এটা খুবই সহজ।
আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখার জন্য মোবাইলের gmail apps টিতে প্রবেশ করুন।
উপরে ডান দিকে জিমেইল প্রোফাইলে click করুন।

এবার click করে এগিয়ে যেতে হবে Manage your Google Account>Security>Password Manager ।
এখানে আপনি বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। যাইহোক এখানে আপনি ফেসবুক খুঁজে বের করে সেটায় ক্লিক করুন।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
ফেসবুক লোগোতে ক্লিক করলে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিয়ে জিমেইল পুনরায় লগইন করতে হবে।
আপনার জিমেইল করা হলেই ফেসবুক পাসওয়ার্ড দেখা যাবে। যদি পাসওয়ার্ড হাইড করা থাকে তাহলে পাসওয়ার্ডের ঘরে ডান পাশে আই বাটনে ক্লিক করুন।

এভাবে আপনি ফরগেট/রিসেট ছাড়াই ভুলে যাওয়া facebook id password দেখতে পারবেন।
কেন ফেসবুক পাসওয়ার্ড সেভ করবেন?
ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে মানুষ নানা রকম তথ্য আদান-প্রদান করে থাকে আপনিও এর ব্যতিক্রম নন যদি ফেসবুক আইডি খুলে থাকেন। তাই কেউ চাইবে না তার গুপন তথ্যগুলো অন্যের হাতে চলে যাক। আর এরজন্যই আপনার ফেসবুক পাসওয়ার্ডটি সেভ করে রাখতে হবে অথবা মনে রাখতে হবে।
আপনার যদি মনে রাখতে কোনো সমস্যা হয় তাহলে কোনো একটি গুপন জায়জায় সেভ করে রাখুন অথবা লিখে রাখুন।
এছাড়া আপনি যদি কোনো ব্রাউজার বা ফেসবুক অ্যাপে facebook account লগইন করে থাকেন তাহলে সেখানে একটি নোটিফিকেশন আসে যে আপনি ফেসবুক পাসওয়ার্ড পুনরায় log in করার জন্য সেভ করে রাখতে চান কি না। তখন save অপশনে click করলেই আপনার ফেসবুক পাসওয়ার্ড অ্যাপে বা ব্রাউজারে সেভ হয়ে থাকবে। তখন ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে পুনরায় লগইন করার সময় password নিয়ে আর চিন্তা করতে হবে না।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি
আমার ফেসবুক পাসওয়ার্ড কি?
অনেকেই এই কথাটি লিখে গুগলে সার্চ করে থাকেন। তাই আপনার ফেসবুক পাসওয়ার্ড কী এবং কীভাবে জানতে পারবেন সেটার সম্পূর্ণ পদ্ধতি আজকে এখানে শেয়ার করেছি।
সুতরাং আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখার জন্য অন্য কারোর প্রয়োজন নেই। চাইলে এখান থেকে শিখেই নিজেই নিজের ফেসবুক পাসওয়ার্ড বের করে নিতে পারবেন।
কিভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখা যায়
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করব?
আপনি যদি কখনো ফেসবুক একাউন্ট খুলে থাকেন তাহলে ইমেইল এড্রেস বা মোবাইল নাম্বার যেটা দিয়ে খুলবেন সেটা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে পাসওয়ার্ড ভুলে গেলেও কোনো সমস্যা হবে না। তখন পাসওয়ার্ড রিকভারি করে আবার উদ্ধার করা যাবে।
আপনি যদি ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করার নিয়ম জানে না থাকেন তাহলে আমার দেওয়া উপরের পদ্ধতিগুলো ফলো করবেন অথবা ইউটিউব টিউটোরিয়ালও দেখতে পারেন।
কিভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখা যায়
উপসংহার
অনেকেই আমরা নতুন যখন facebook account খুলেছি তখন পাসওয়ার্ড মনে রাখতে পারতাম না অর্থাৎ ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এমন একটি সিচুয়েশনের মধ্যে থাকতাম। তাই ফেসবুক পাসওয়ার্ড নিয়ে যেন আর কোনো সমস্যা না হয় সেই কথা ভেবে এই আর্টিকেলটি তৈরী করা হয়েছে। আর্টিকেলটি থেকে উপকৃত হলে সবার কাছে শেয়ার করে অন্যদেরও উপকার করুন। ধন্যবাদ!
[…] ফেসবুকের পাসওয়ার্ড জানার উপায় […]