ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২২- সম্পূর্ণ ফ্রি

ফেসবুক পেজ খোলার নিয়ম : মোবাইল/কম্পিউটারের মাধ্যমে ফেসবুক একাউন্ট যেমন খুলতে পারবেন ঠিক তেমনই facebook page-ও খুলতে পারবেন। প্রফেশনাল একটি ফেসবুক পেইজ কিভাবে তৈরি করতে হয় সেটার নিয়ম জানা খুবই জরুরি। কারন ফেসবুক যেহেতু ইউজ করেন তাই বিনোদন/বিজনেস করার ইচ্ছেও থাকবে। আর ফেসবুকে ব্যবসায়/এন্টারটেইনমেন্ট করার সবচেয়ে মজার ফিচার হলো ফেসবুক পেজ।

Facebook page খোলার জন্য আপনার আলাদাভাবে কোনো একাউন্ট তৈরী করার প্রয়োজন নেই। আপনার বর্তমান ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেই কয়েকটি পেজ খুলতে পারবেন।

আপনার যদি কোনো ফেসবুক আইডি না থাকে তাহলে অবশ্যই জিমেইল/মোবাইল নাম্বার দিয়ে একটি আইডি ক্রিয়েট করতে হবে।

ফেসবুক আইডি না খুলে আপনি ফেসবুক পেজ খুলতে পারবেন না। তাই ফেসবুক আইডি খুলতে হবে ও অবশ্যই ভেরিফাই করে নিবেন।

ফেসবুক পেজ কি?

কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়
ফেসবুক পেজ কি

Facebook page হলো একটি পাবলিক প্রোফাইল যা বিনোদন, বিজনেস, ব্র্যান্ড, সেলিব্রিটি বা অন্যান্য সংস্থার জন্য তৈরি করা হয়।

ফেসবুকে আমরা যখন নিউজফিড ঘাটাঘাটি করি তখন আমাদের সাথে যুক্ত হওয়া ফ্রেন্ডসগুলোর পোস্ট দেখার পাশাপাশি বিভিন্ন পেজের পোস্টগুলোও দেখতে পাই।

আমরা যখন কোনো পেইজে লাইক বা ফলো দেই তখন সেই পেইজের পোস্টগুলো অটোম্যাটিক আমাদের নিউজফিডে চলে আসে।

এছাড়া অনেক সময় কিছু পেজ তাদের পোস্টগুলো Boost করে থাকে যার ফলে আমরা লাইক/ফলো না দেয়ার পরেও দেখতে পাই।

ফেসবুকের নিয়মিত আপডেটের কারনে ফেসবুক পেজের পোস্টগুলো আরো বিভিন্ন ভাবে আমাদের নিউজফিডে চলে আসে।

সুতরাং আপনি যদি একটি ফেসবুক পেজ খুলেন তাহলে সেটার মাধ্যমে বিনোদন/বিজনেস ইত্যাদি সুযোগ-সুবিধা নিতে পারবেন।

ফেসবুক পেজ কেন খোলা হয়?

Facebook page খোলার অন্যতম কারন হলো – বিজনেস, বিনোদন, ফ্যান ফলোয়ার বৃদ্ধি পাওয়া ও ৫ হাজারের বেশি মানুষের সাথে যুক্ত হওয়া। কারন ফেসবুকে ৫ হাজারের বেশি ফ্রেন্ডস বানানো যায় না।

ফেসবুক পেজ হলো একটা স্পেশাল ফিচার যার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যাদের ফ্যান ফলোয়ার বাড়তে থাকে ফেসবুক ফ্যান পেজ তৈরি করে থাকে আবার যারা ফেসবুকে বিজনেস বা ইনকাম করতে চায় তারা ফেসবুক বিজনেস পেজ ওপেন করে।

ফেসবুক পেজ খুলতে কি কি লাগে?

প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য যেগুলো লাগবে তা হলো- ফেসবুক একাউন্ট, পেজ নাম, পেজ ক্যাটাগরি, ডেসক্রিপশন, প্রোফাইল পিকচার, কভার ফটো, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি।

আপনি এ কয়টি উপরণের মাধ্যমেই একটি ফেসবুক খুলে নিতে পারবেন তবে প্রফেশনাল হবে না। কারন একটি প্রফেশনাল বিজনেস পেজ খোলার জন্য পেজের সকল ইনফরমেশন দিতে হয়।

ফেসবুক পেজ খোলার জন্য কম্পিউটার ও মোবাইল দুটি পদ্ধতিই দেখানো হবে। তাহলে চলুন আমরা জেনে নেই কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয় ও তার নিয়মকানুন ইত্যাদি। (how to open a facebook page)

আরো পড়ুন-

ফেসবুক পেজ খোলার নিয়ম

কম্পিউটারের মাধ্যমে ফেসবুক পেজ খোলার নিয়ম একটু ভিন্ন ধরনের। আপনার কম্পিউটারে থাকা যেকোনো ব্রাউজারের মাধ্যমে ফেসবুক একাউন্টে প্রবেশ করতে হবে অথবা (এই লিংকে ক্লিক করুন)।

ফেসবুকে প্রবেশ করে আপনি বাম দিকে সাইডবারে “Page” নামের একটি ফিচার দেখতে পাবেন যেটায় ক্লিক করতে হবে।

সাইডবার থেকে নতুন একটি অপশন বেরিয়ে আসবে যেখানে নতুন পেজ খোলার জন্য “Create New Page” লেখাটি নিল রঙ্গে দেখানো হবে।

create new page
create new page

কম্পিউটারের কার্সারটি সেখানে নিয়ে ক্লিক করলেই নিউ ফেসবুক পেজ খোলার মূলপাতাটি ওপেন হবে।

এখন বাম দিকে পেজ খোলার জন্য তথ্যসমূহ দিতে হবে ও ডান দিকে সেটার প্রিভিউ দেখানো হবে। ফেসবুক পেজ খোলার জন্য আপনি যেসব তথ্য দিবেন সেগুলো দেখতে কেমন হবে সেটা দেখার জন্যেই প্রিভিউ সিস্টেমটি দেওয়া হয়েছে।

create page
create page

বাম সাইডে আপনার পেজের নাম, ক্যাটাগরি ও ডেসক্রিপশন দিয়ে “Create Page”-এ ক্লিক করলে ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যাবে।

ফেসবুক পেজ নাম

ফেসবুক পেজের নাম দেয়ার সময় অবশ্যই চিন্তাভাবনা করে দিবেন। কারন সেই নাম আপনি কখনো সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ আংশিক পরিবর্তন করতে পারবেন।

ফেসবুক পেজ ক্যাটাগরি

আপনার পেজ কি ধরনের হবে সেটার জন্য ক্যাটাগরি নির্বাচন করতে হবে। আপনি মাল্টিপল ক্যাটাগরি ইউজ করতে পারলেও তিনটির বেশি ক্যাটাগরি ইউজ করতে পারবেন না।

ফেসবুক পেজ ডেসক্রিপশন

পেজের ডেসক্রিপশন দেয়ার জন্য ২৫৫ এর বেশি ক্যারেক্টার ইউজ করা যাবে না। অর্থাৎ এটা লিমিটেড করা হয়েছে।

আপনি যখন “Create Page”-এ ক্লিক করবেন তখন ফেসবুক পেজ ক্রিয়েট হলেও তেমন কোনো পরিবর্তন দেখতে পারবেন না। শুধু “Create Page”-এর জায়গায় “Save” লেখা আসবে ও Page Set Up করার জন্য পেইজের প্রোফাইল ফটো ও কভার ফটো যুক্ত করতে বলা হবে।

আপনি চাইলে এখান থেকেই প্রোফাইল ফটো ও কভার ফটো যুক্ত করতে পারেন অথবা “Save” দিয়ে পরবর্তি স্টেপে যেতে পারেন।

ফেসবুক পেজ প্রোফাইল ও কভার ফটো

ফেসবুক পেজ ক্রিয়েট করা হলে প্রোফাইল ও কভার ফটো, ইউজার নাম মোবাইল নাম্বার, ইমেইল, লোকেশন ইত্যাদি সেট আপ করতে হবে।

প্রোফাইল পিকচার সেট করার জন্য ১৭০*১৭০ সাইজের একটি পিকচার তৈরি করে আপলোড করতে হবে।

কাভার ফটোর জন্য আপনাকে ৮২০*৩১২ বা প্রশস্ত-৩১২ ও লম্বায়-৮২০ সাইজের একটি ইমেজ তৈরি করতে হবে।

ফেসবুক পেইজ ইউজারনেম

আপনার পেইজের একটি ইউনিক নাম নির্বাচন করতে হবে যা ইউজারনামে পরিচিত। এই নামে ফেসবুকে সার্চ করলে আপনার ফেসবুক পেজটি সবাই খুঁজে পাবে।

ফেসবুক পেইজের জন্য ইউজারনেম খুবই গুরুত্বপূর্ণ। এই নাম কখনো একের অধিক হয় না। সম্পূর্ণ আলাদাভাবে এই নামটি নির্বাচন করতে হবে।

ইউজারনাম সেট করার জন্য আপনি ফেসবুক পেইজে প্রবেশ করলে পেইজের নামের নিচে “Create @Username” লেখাটি দেখতে পাবেন।

create username
create username

সেখানে ক্লিক করলে একটি পপ আপ ওপেন হবে ও একটি খালি বক্স দেয়া থাকবে যেখানে ইউজার নাম বসিয়ে নিচের দিকে থাকা “Create Username”-এ ক্লিক করতে হবে। ইউজারনেম সেট করার জন্য আপনি পঞ্চাশ ক্যারেক্টার এর বেশি ব্যবহার করতে পারবেন না।

এভাবে কম্পিউটার দিয়ে আপনি একটি ফেসবুক পেজ বানিয়ে নিতে পারেন। পেইজে আরো কোনো তথ্যযুক্ত করার জন্য বামদিকে সাইডবার থেকে “Edit Page Info”তে ক্লিক করুন।

কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় (For Mobile User)

মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়ম খুবই সহজ। আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো সহজেই কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়।

স্টেপ-১

আপনার স্মার্টফোন থেকে ইন্টারনেট কানেকশন দিয়ে ফেসবুক আইডিতে প্রবেশ করুন। আইডিতে প্রবেশ করে ডান দিকে থ্রী ডটে ক্লিক করুন।

right-side-three-dot
right-side-three-dot

সেখানে “Pages” নামের ফিচারটি খুঁজুন এবং ক্লিক করুন। এবার ফেসবুক পেজ খোলার জন্য “Create” অপশনে টাচ করুন।

স্টেপ-২

ফেসবুক পেজ খোলার মূলপাতায় আপনি চলে আসছেন এখন “Get Started” অপশনে ক্লিক করতে হবে।

get started
get started

স্টেপ-৩

আপনার পেইজের নাম দেওয়ার জন্য একটি খালি বক্স চলে আসবে। সেখানে আপনার ফেসবুক পেজ নাম দিয়ে “Next” বাটনে ক্লিক করুন।

স্টেপ-৪

আপনার পেইজটি কি রিলেটেড হবে সেটা নিশ্চিত করতে পেইজ ক্যাটাগরি সিলেক্ট করুন এবং “Next”-এ ক্লিক করুন। সর্বোচ্চ ৩টির বেশি মাল্টিপল ক্যাটাগরি বাছাই করতে পারবেন না।

স্টেপ-৫

আপনার লোকেশন/ঠিকানা দিতে দেয়ার জন্য নতুন একটি অপশন আসবে এখানে আপনার এড্রেস দিয়ে “Next”-এ ক্লিক করুন।

স্টেপ-৬

আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে খালি বক্সে ওয়েবসাইটের লিংকটি বসিয়ে দিন অথবা উপরে ডান দিকে “Skip”-এ ক্লিক করুন।

স্টেপ-৭

আপনার ফেসবুক পেজ খোলা হয়েগেছে কিন্তু এই স্টেপে আপনাকে পেইজের প্রোফাইল পিকচার ও কাভার ফটো যুক্ত করতে হবে।

  • মোবাইলে ফেসবুক পেইজের জন্য ১২৮*১২৮ সাইজের প্রোফাইল পিকচারযুক্ত করতে হবে।
  • কভার ফটো যুক্ত করার জন্য প্রশস্ত ৬৪০ ও লম্বায় ৩৬০ সাইজের পিকচারযুক্ত করতে হবে।
profile and cover photo add
profile and cover photo add

আপনার ফেসবুক পেইজের প্রোফাইল ফটো ও কভার ফটোযুক্ত করা হলে “Done” বাটনে ক্লিক করুন।

Congratulations আপনার ফেসবুক পেজ খোলা হয়েগেছে।

এখন আপনার পেইজের ইউজারনামটি যুক্ত করার জন্য পেইজের নামের নিচে “Create Page @username”-এ ক্লিক করুন।

create page username
create page username

খালি বক্সে ইউজারনাম বসিয়ে “Create username”-এ টাচ করুন।

এভাবে মোবাইলের মাধ্যমেও আপনি সুন্দর একটি ফেসবুক বিজনেস পেজ খুলতে পারবেন। আপনার পেইজ সুন্দরভাবে সাজানোর জন্য ও আরো বিভিন্ন সেটিংস এর জন্য “Edit Page” অপশনে ক্লিক করতে হবে।

ফেসবুক পেজ খোলার নিয়ম নিয়ে কিছু কথা

  • আপনি যদি ফেসবুক পেজ নিয়ে বিজনেস করেন তাহলে অবশ্যই ফেসবুক আইডি সিকিউর রাখার চেষ্টা করবেন। কারন ফেসবুক আইডি চলে গেলে পেজও চলে যাবে।
  • যে টপিক নিয়ে বিজনেস করবেন সেগুলো নিয়ে নিয়মিত পোস্ট করলে পেজ ফলোয়ার সংখ্যা বাড়াতে পারবেন।
  • কখনো অটো লাইক বা ফলোয়ার নেওয়ার চেষ্টা করবেন না। ফলে তাহলে আপনার পেজ বা আইডি ব্লক হয়ে যেতে পারে।
  • ফেসবুক পেইজে কখনো ভুয়া তথ্য শেয়ার করবেন না। কারন এটা একটি পাবলিক প্লেস যেকোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে ফলে আপনার সমস্যা হবে।
  • পেইজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য পেজ বুস্ট করতে পারেন ও পোস্ট স্পনসর করতে পারেন।
  • আপনার আইডিতে যত ফ্রেন্ডস আছে তাদের ইনভাইট করে পেইজের লাইক/ফলোয়ার বাড়াতে পারেন।
  • ফ্যান পেজ হয়ে থাকলে নিয়মিত বিনোদনমূলক পোস্ট করুন তাহলে আস্তে আস্তে লাইক ফলোয়ার বাড়তে থাকবে।
উপসংহার ( ফেসবুক পেজ খোলার নিয়ম )

মোবাইল ও কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় তা হয়তো সবাই এরই মাঝে জেনে গেছেন। যারা নতুন ফেসবুক ইউজারদের জন্য পেজ খুলতে একটি জটিল হতে পারে কিন্তু কোথাও না বুঝলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তি আর্টিকেলে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম উপায় নিয়ে আলোচনা করা হবে। প্রতিনিয়ত নতুন কিছু শিখতে ও জানতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!