টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২২ । সেরা 10টি সাইট

টাকা ইনকাম করার ওয়েবসাইট : অনলাইন থেকে টাকা ইনকাম করার অনেক ধরনের উপায় আছে তার মধ্যে একটি হলো ওয়েবসাইট থেকে টাকা আয়। বর্তমানে অনলাইন ইনকাম খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ইউটিউব আর ব্লগিং জেন সবার কাছে আর্নিং করার একমাত্র উৎস হয়ে উঠেছে। কিন্তু মানুষ চাইলেই আরো নানা রকম platform থেকে টাকা ইনকাম করতে পারে।

যাইহোক, আমি আজকে আপনাদের কাছে এমন কিছু website তুলে ধরব যেগুলো থেকে খুব সহজেই ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন।

টাকা ইনকাম করার ওয়েবসাইট

অনলাইনে টাকা আয় করার ওয়েবসাইট
অনলাইনে টাকা আয় করার ওয়েবসাইট

ইন্টারনেটে কোনো কিছু Search করার জন্য আমরা browser use করে থাকি আর সেটার মাধ্যমে কিছু সার্চ করলেই হাজার হাজার ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়। আপনিও হয়তো একইভাবে Search করে এই আর্টিকেলটি খুঁজে পেয়েছেন। প্রতিটা ওয়েবসাইটের owner/মালিক content publish করে থাকে বিনিময়ের মাধ্যমে।

বিনিময় হলো লেনদেনের একটি প্রথা। ওয়েবসাইটের মালিক গুগলের কাছে তার অভিজ্ঞতা share করছে বা নতুন তথ্য দিচ্ছে আর Google সেই তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরছে।

এখানে ওয়েবসাইটের মালিকের লাভ কি এবং গুগলের লাভ কি? আমি আগেই বলেছি google নতুন তথ্য পেয়ে সবার কাছে তুলে ধরছে এটা হলো গুগলের লাভ। কিন্তু যে এই তথ্যগুলো তৈরি করছে বা website owner সে গুগলের কাছ থেকে বিনিময়টি নিচ্ছে সেটা হলো অর্থ। আর এই বিনিময়টি পাওয়ার জন্য Website ওনারের বেশ পরিশ্রম করতে হয়েছে।

দিন-রাত পরিশ্রম করে ওয়েবসাইটে content publish করেছে এবং গুগলের কাছ থেকে বিনিময় আদায় করার জন্য Google এডসেন্সকে বেঁছে নিয়েছে।

Google AdSense মূলত ভিজিটরদের বিজ্ঞাপন দেখিয়ে website ওনারকে অর্থ প্রদান করে থাকে। যারা অনলাইনে বিজ্ঞাপন দিতে চায় তারা google এডসেন্সের সাথে contract করেছে এবং যারা বিজ্ঞাপন সবার কাছে প্রদর্শ করে taka income করতে চায় তারা গুগল এডসেন্সকে বেঁছে নিয়েছে। অর্থাৎ প্রতিটা বিষয় একে অপরের সাথে জড়িত।

সুতরাং আমি এখানে এটাই বোঝাতে চেয়েছি যে আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা না থাকে এবং পরিশ্রম না করেন তাহলে জীবনে অর্থ উপার্জন করতে পারবেন না।

কোনো অভিজ্ঞতা ও পরিশ্রম না করে taka income করা যায় সেটা হলো অবৈধ উপায়। যা আপনার আমার সবার জন্য ক্ষতিকর।

তাই আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এটা ভাববেন না যে ঘরে বসে সারা দিন ঘুমাইলাম টাকা এমনিতেই চলে আসলো।

হ্যা! আপনি ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারবেন তার জন্য অগ্রিম কিছু কাজ করতে হবে যেটা করলে আপনি কয়েক মাস কোনো কাজ না করলেও আর্নিং আসতে থাকবে।

যেমন মনে করেন website। ওয়েবসাইটে ভালো মানের কিছু content publish করে রাখলে কয়েক মাস পর্যন্ত visitor আসতে থাকবে এবং বিজ্ঞাপনের মাধ্যমে আপনার Website থেকে টাকা আসতে শুরু করবে। কিন্তু এটা ক্ষণিক সময়ের জন্য, যেকোনো সময় ওয়েবসাইটের visitor কমে যাবে এবং আর্নিং আসা বন্ধ হয়ে যাবে। তাই প্রতিনিয়ত কাজ করে যেতে হবে।

যাইহোক, আপনি প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করবেন ও কাজ শিখে তারপর কাজে লাগবেন।

তো যেসব টাকা ইনকাম করার ওয়েবসাইট  নিয়ে আমি এখন আলোচনা করব সেগুলো থেকে আয় রোজগার করার জন্য অবশ্যই কাজ জানা থাকতে ও কয়েক বছর লেগে থাকতে হবে তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন ও মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টিসহকারে।

১। Youtube.com – টাকা আয় করার ওয়েবসাইট

বর্তমান সময়ে Online থেকে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো YouTube। প্রতিনিয়ত ইউটিউবারদের সংখ্যা বেড়েই চলেছে।

আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার অভিজ্ঞতাগুলি ভিডিও আঁকারে publish করে সবার সাথে share করুন।

ইউটিউব একটি video sharing ও শিক্ষণীয় platform। এখানে মানুষ তার অভিজ্ঞতাগুলো সবার সাথে তুলে ধরে ভিডিও আঁকারে। এই সাইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে একটি channel create করতে হবে। সেই চ্যানেলের নাম, descriptions, logo ও banner তৈরি করে সুন্দরভাবে সাজাবেন। চ্যানেলটি এমনভাবে তৈরি করবেন যাতে করে মানুষ আপনার চ্যানেলটি পছন্দ করে।

আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেলে প্রতিনিয়ত qualityful video upload করতে থাকলে আপনার চ্যানেল জনপ্রিয় হয়ে উঠবে ও সবাই subscribe করবে।

আপনার চ্যানেলের subscriber যদি এক হাজার হয়ে যায় ও চার হাজার ঘন্টা watch time পূরণ হয় তাহলে monetization চালু করার সুযোগ পাবেন।

Monetization হলো আপনার চ্যানেলে বিজ্ঞাপন দেখানো। আপনি যদি monetization on করেন তাহলে গুগল এডসেন্স থেকে আপনার ইউটিউব চ্যানেলে বিজ্ঞান দেখাবে। আর সেই বিজ্ঞাপন viewer দেখলে বা click করলে আপনার চ্যানেলে টাকা আসতে শুরু করবে। মূলত এভাবেই ইউটিউব থেকে টাকা কামানো যায়।

সুতরাং অর্থ উপার্জন করার জন্য টাকা ইনকাম করার ওয়েবসাইট খুঁজে থাকলে তালিকার শীর্ষে থাকা এই প্লাটফর্মটি বেঁছে নিতে পারেন।

click here to visit- youtube.com

২। Blogger.com – টাকা ইনকাম করার ওয়েবসাইট

ব্লগার হচ্ছে গুগলের একটি প্লাটফর্ম। এখানে মানুষ বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকে। বিশেষ করে যারা blogging করতে ইচ্ছুক তাদের জন্যেই এই প্লাটফর্মটি আবিষ্কার করা হয়েছে।

অনেকেই আছেন যারা ছাত্রজীবন থেকেই আয় রোজগার করার চিন্তাভাবনা করে থাকেন। মূলত তাদের জন্যেই পার্ট টাইম আর্নিং করার একটি বিশেষ প্রক্রিয়া।

Blogging হলো লেখালেখি করা। এইযে আপনি এই আর্টিকেলটি পড়ছেন এটাও একটা Blog Post। আমি এখনো পড়াশুনা করি এবং পার্ট টাইম উপার্জন করার জন্য ব্লগিং বেঁছে নিয়েছি।

মূলত আমার যেসব Skill ও জ্ঞান ধারণা রয়েছে সেগুলো মনের মধ্যে না রেখে সবার কাছে শেয়ার করি। এতে আমিও যেমন আনন্দ উপভোগ করছি ঠিক তেমনি Google মামাও উপকৃত হচ্ছে। কারণ Google আমার কাছ থেকে নতুন কিছু তথ্য পাচ্ছে এবং বিনিময় আমাকে অর্থ প্রদান করছে।

যাইহোক, আপনি যদি লেখালেখি করে আয় করতে চান তাহলে Blogging বেঁছে নিতে পারেন।

Blogging করার জন্য আপনার একটি ওয়েবসাইটের দরকার হবে যেটা ব্লগার ডটকম দিয়েই শুরু করে পারবেন। এই Platform থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট তৈরী করে Content Publish করতে হবে।

প্রতিনিয়ত কনটেন্ট পাবলিশ করতে থাকলে আপনার ওয়েবসাইটে প্রচুর মানুষ ভিজিট করবে ও আর্নিং করার জন্য Google AdSense Approve পাওয়া যাবে।

এছাড়াও ভালো Content Publish করতে পারলে Digital Marketing করা যাবে ও Google AdSense Approve হলে বিজ্ঞাপনের মাধ্যমে Dollar income করতে পারবেন।

আপনি যখন কোনো ওয়েবসাইটে কোনো তথ্যের জন্য Visitor করেন তখন হয়তো বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পান। মূলত সেগুলো Google AdSense থেকে দেওয়া হয়। আর সেই বিজ্ঞাপন যত মানুষের কাছে প্রদর্শন করা হবে ওয়েবসাইটের মালিক তত বেশি ডলার আয় করতে পারবে।

সুতরাং এভাবে এই Platform থেকে ওয়েবসাইট বানিয়ে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে।

click here to visit- blogger.com

৩। WordPress.org – অনলাইনে আয় করার সাইট

বিভিন্ন ধরনের E-commerce site ও ব্লগ সাইট তৈরি করার জন্য এই প্লাটফর্মটি বেঁছে নিতে পারেন। এই প্ল্যাটফর্মটি দিয়ে বিশ্বের অনেক মানুষ নানা রকম Website launch করে থাকে। কারণ এটার মাধ্যমে খুব সহজে Website control করা যায়। এছাড়াও এর মধ্যে পিএইচপি প্রোগ্রামিং ভাষা ইউজ করা হয়েছে যার জনপ্রিয়তা বর্তমানে অনেক।

অনলাইনে অনেক থিম/টেমপ্লেট, প্লাগইন ইত্যাদি PHP programming ভাষায় পাওয়া যায়। ফলে আপনার ওয়েবসাইটে সেগুলো খুব সহজেই Use করতে পারবেন এবং আপনার Website আকর্ষনীয় ও নান্দনিক ডিজাইন করা যাবে।

আপনি ই-কমার্স সাইট খুলে অনলাইনে ব্যবসায় চালু করতে পারবেন এবং গুগল এডসেন্সের মাধ্যমে ব্লগ সাইট তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং এটা আপনার জন্য অন্যতম একটি সেরা টাকা ইনকাম করার ওয়েবসাইট হবে বলে আমি মনে করি।

click here to visit- wordpress.org

৪। Upwork.com – টাকা ইনকাম করার ওয়েবসাইট

ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট আপওয়ার্ক ডটকম। সারা বিশ্বে এর জনপ্রিয়তার পাশাপাশি বাংলাদেশেও এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

এটা একটি Marketplace। এটার মধ্যে বিভিন্ন ব্যক্তি আউটসোর্সিং ও ফ্রীল্যান্সিং করে থাকে। আপনিও এই ওয়েবসাইট থেকে লাখ লাখ টাকা আয় করতে পারেন যদি আপনার ইচ্ছে শক্তি মজবুদ হয়ে থাকে। এখানে প্রচুর Freelancer কাজ করে থাকে। তাই তাদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে হলে আপনাকে দক্ষ্যতা অর্জন করতে হবে।

এই ওয়েবসাইটে শত শত কাজ পাওয়া যায়। আপনি এটার মধ্যে Visit করলেই দেখতে পারবেন কত রকমের কাজ করে থাকে ফ্রিল্যান্সাররা। আপনার পছন্দ মতো যেকোনো একটি বা তারও অধিক টপিকের উপর কাজ শিখে মার্কেটে প্রবেশ করে পারেন।

বর্তমানে বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের জন্য অনেকেই ফ্রিল্যান্সিং-কে বেঁছে নিয়েছে। Freelancing হলো একটি স্বাধীন বা মুক্ত পেশা। এখানে কেউ আপনাকে কাজ করতে বাধ্য করবে না।

আপনি নিজেও কাজ করে উৎসাহিত হবেন। কারণ প্রতিটি কাজের পারিশ্রমিকও অনেক। তাই আপনি স্বইচ্ছায় কাজ করতে আগ্রহী হবেন। এই সাইটগুলোতে জনপ্রিয় কিছু কাজ রয়েছে যেমন- Graphics design, Web design, Animation ও Website create ইত্যাদি।

click here to visit- upwork.com

৫। Fiverr.com – অনলাইনে আয় করার ওয়েবসাইট

আপনি যদি Outsourcing বা Freelancing করতে করতে চান তাহলে ফাইভার ডটকম বেঁছে নিতে পারেন। জনপ্রিয়তার দিক থেকে ও ডিমান্ডের দিক থেকে ফিভার কোনো দিকে কম নয় আপওয়ার্কের থেকে।

আরো পড়ুন-

Freelancing করে Career build up করার জন্য ফাইভারের মতো মার্কেটপ্লেসগুলো বেঁছে নিতে পারেন। এগুলো হলো সেরা মানের টাকা ইনকাম করার ওয়েবসাইট।

এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে কাজের দক্ষতা অর্জন করতে হবে ও ইংলিশে কিছুটা দক্ষতা অর্জন করা লাগবে।

এখানে আপনি যে কাজেই নেমে পরেন না কেন আপনি সর্বনিম্ন ৫ ডলারে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার সর্বনিম্ন পারিশ্রমিক হবে ৫ ডলার।

click here to visit- fiverr.com

৬। Swagbucks.com – টাকা ইনকাম করার ওয়েবসাইট

এটি হলো অনলাইনে আয় করার দারুন একটি ওয়েবসাইট। এটার মধ্যে জরিপ করার মাধ্যমে ইনকাম করা যায়। অর্থাৎ এখানে আপনাকে বিভিন্ন Product সম্পর্কে প্রশ্ন করবে আর আপনি একজন ভোক্তা বা ক্রেতা হিসেবে সেগুলোর উত্তর দিবেন। এভাবে পয়েন্ট কামানোর মাধ্যমে আপনি Money earning করতে পারবেন।

এই ওয়েবসাইটে ফ্রিতে Registration করেই আপনি ১০ ডলার বোনাস পেয়ে যাবেন। কিন্তু এখানে Register করার জন্য বাংলাদেশীদের অনুমতি দেওয়া হয়নি। তাই আপনাকে VPN ইউজ করে USA এর Location সেট করে নিতে হবে ও আপনার Profile ১০০% সম্পূর্ণ করে কাজ শুরু করতে হবে। তা না হলে যেকোনো সময় আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে।

মূলত প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে টাকা পাওয়ার অন্যতম কারণ হলো এখানে বিভিন্ন Company তাদের Product সম্পর্কে জরিপ করে থাকে যে ক্রেতা বা ভোক্তাগণ তাদের পণ্য ব্যবহার করে তাদের অনুভতি কেমন। আর এর কারনেই যারা তাদের পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে তারাই Points কামিয়ে টাকা ইনকাম করতে পারে।

click here to visit- swagbucks.com

৭। Facebook.com – অনলাইনে টাকা আয় করার ওয়েবসাইট

ফেসবুক হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় একটি প্লাটফর্ম। এখানে মানুষ নানা রকম প্রচার-প্রচারনা করে থাকে ও ডিজিটাল মার্কেটিং করে থাকে।

বর্তমানে ইউটিউবের মতো ফেসবুকেও Video upload করে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। ইউটিউবে যেমন মানুষ ভিডিও দেখলে মাঝখানে বিজ্ঞাপন চলে আসে ঠিক তেমনি ফেসবুকের মধ্যেও হয়ে থাকে।

ফেসবুকে ভিডিও শেয়ারিং করে টাকা ইনকাম করার জন্য আপনাকে Facebook Business Page Create করতে হবে। এবং সেই পেইজে অনেক Follower ও Like বাড়াতে হবে।

আপনার ফেইসবুক পেজ যখন জনপ্রিয় হয়ে উঠবে তখন টাকা উপার্জন করার জন্য ফেসবুকের কাছে Apply করতে পারবেন।

আপনার পেইজে যদি ভিডিওগুলো Unique হয়ে থাকে তাহলে ফেসবুক আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেওয়ার জন্য Approved করে দিবে।

এছাড়াও ফেসবুক থেকে টাকা ইনকাম করার আরো একটি সহজ উপায় হলো Instant Article Publish করা।

ওয়েবসাইটে যেমন লেখালেখি করার মাধ্যমে আর্নিং করতে পারেন ঠিক তেমনি ফেসবুকেও আর্টিকেল লিখে টাকা আয় করতে পারবেন।

ফেসবুকে লেখালেখি করে টাকা আয় করার জন্য আপনার একটি Blog Site ও Business page খুলতে হবে ও পেইজের লাইক ও ফলোয়ার বাড়াতে হবে।

আপনার ব্লগ সাইটে ভালো মানের কিছু Unique Article Publish করে সেগুলো আপনার ফেসবুক পেইজে শেয়ার করবেন। এভাবে প্রতিনিয়ত শেয়ার করে ৩০-৪০টি পোস্ট হয়ে গেলে Facebook Instant Article এর জন্য আবেদন করতে পারবেন এবং তারা যাচাই করে যদি গ্রহণযোগ্য মনে করে তাহলে Approved করে দিবে।

Facebook Instant আর্টিকেল চালু হয়ে গেলে আপনার শেয়ার করা আর্টিকেলগুলো ফেসবুক থেকেই Open হবে ও সেটা সুপার ফাস্ট লোডে ওপেন হবে এবং আর্টিকেলের মধ্যে বিজ্ঞাপন দেখা যাবে। মূলত এভাবেই ফেসবুকে লেখালেখি করে আয় করা যায়।

click here to visit- facebook.com

৮। Inboxdollars.com – টাকা ইনকাম করার ওয়েবসাইট

অনলাইনে সার্ভে করে আয় করার জন্য এটা দারুন একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট বাংলাদেশীদের জন্য প্রযোজ্য নয়। শুধু এই সাইটি নয়, প্রায় অধিকাংশ Survey ওয়েবসাইটগুলো বাংলাদেশীদের Access দেয় না।

সার্ভে ওয়েবসাইটগুলো ধনী দেশগুলোতে জরিপ করার চেষ্টা করে। কারণ বড় বড় নামকরা কোম্পানিগুলো Online সার্ভের মাধ্যমে তাদের Product সম্পর্কে ক্রেতাদের মনোভাব জানার চেষ্টা করে। আর তারা এটাও জানে যে কোন দেশগুলো তাদের Product বেশি ক্রয় করে থাকে। সুতরাং এরজন্যেই তারা সেইসব দেশগুলোতে Survey করে থাকে।

সার্ভে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে VPN চালু করে লোকেশন আমেরিকা রাখতে হবে। VPN চালু করে সঠিক নিয়মে Account Create করবেন এবং কখনো VPN ছাড়া ভিজিট করবেন না। তাহলে যেকোনো সময় আপনার একাউন্ট বাতিল করে দিতে পারে।

অনলাইন সার্ভে সাইট থেকে টাকা ইনকাম করার প্রক্রিয়াটি হলো আপনাকে বিভিন্ন কোম্পানির Product সম্পর্কে প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্ন সঠিক ভাবে দিতে পারলে আপনাকে Points দেওয়া হবে। সেই পয়েন্টের উপর ভিত্তি করেই আপনাকে দেওয়া হবে।

এই সাইটে নতুন একটি Account তৈরি করলে ৫ ডলারের মতো Bonus পাবেন। প্রতিটি সার্ভের উত্তর সঠিক ভাবে দিতে পারলে আপনাকে প্রতি সার্ভের জন্য ০.৫০-৫.০০ ডলার প্রদান করা হবে। আপনার একাউন্টে ১০.০০ ডলার হওয়ার পর Dollar Withdraw করতে পারবেন।

click here to visit- Inboxdollars.com

৯। Megatypers.com – অনলাইনে আয় করার সাইট

মেগাটাইপারস ওয়েবসাইট থেকে খুব সহজেই মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এটা হলো Data entry job site । এখানে ডাটা এন্ট্রি করার মাধ্যমে আর্নিং করতে পারবেন।

আপনি একটি একাউন্ট তৈরি করলে Data entry কাজ করার সুযোগ পাবেন। বিভিন্ন Captcha ইমেজগুলোর লেখা Typing করে Submit করতে হবে। এটাই হলো এই ওয়েবসাইটের Data entry কাজ। এটা একটি রিয়েল সাইট ফেইক নয়। শুধু Captcha ইমেজের লেখাগুলো দেখে Type করার মাধ্যমে আপনি মাসে ১৫০-২০০ ডলার ইনকাম করতে পারবেন

এই সাইটে মূলত ঘন্টা হিসেবে কাজ করা হয়। প্রতি ১০০০ Captcha image ১ ঘন্টায় Complete করতে পারলে ০.৫০-০.৮০ সেন্ট পর্যন্ত ইনকাম করতে পারবেন।

আপনার একাউন্টে ১ ডলার হলেই Withdraw করার সুযোগ পাবেন। তবে আপনাকে Bitcoin ও Litecoin একাউন্ট খুলে নিতে হবে। কারণ এরা Coin base dollar দিয়ে থাকে। এভাবে মেগাবাইট ওয়েবসাইট থেকে ক্যাপচার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

click here to visit- megatypers.com

১০। Cpalead.com – টাকা ইনকাম করার ওয়েবসাইট

এটা হলো একটি সিপিএ মার্কেটিং সাইট। এই সাইটে বিভিন্ন প্রডাক্টের অফার দেওয়া সেই অফারকৃত পণ্যটি Marketing করার মাধ্যমে আপনাকে বিক্রয় করতে হবে। শুধু Product নয় আরো নানারকম কাজের Offers দেওয়া হবে যেগুলো করে ভালো মানের ইনকাম করতে পারবেন।

অফারগুলোর মধ্যে অন্যতম কিছু অফার হলো- সফটওয়্যার ইনস্টল করা, ইমেইল সাবমিট করা ইত্যাদি। অর্থাৎ একটি সফটওয়্যারের Link দিয়ে আপনাকে বলা হবে প্রতি নিউজার সফটওয়্যারটি Install করলে এতো ডলার দেওয়া হবে। আর এরজন্যই আপনাকে Marketing করে ইউজারদের খুঁজে বের করতে হবে।

CPA marketing করার জন্য আরো নানারকম কাজ পাওয়া যায় যেগুলো আপনি ইন্টারনেটে Research করলেই বোঝতে পারবেন।

click here to visit- cpalead.com

উপসংহার ( টাকা ইনকাম করার ওয়েবসাইট )

অনাইলে টাকা ইনকাম করার জন্য এখানে দারুন কিছু বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এই ওয়েবসাইটগুলো থেকে ছোট-বড় অংকের অর্থ উপার্জন করা সম্ভব। আপনি যদি সঠিক ভাবে ওয়েবসাইটগুলো কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন। ওয়েবসাইটগুলো থেকে ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের কমেন্ট করুন। আর্টিকেলটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!