কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার 2022 । Bkash অ্যাড মানি

জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপস বিকাশের মাধ্যম খুব সহজেই ক্রেডিট বা ডেভিট ভিসা কার্ড থেকে টাকা উত্তোলন করতে পারবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে অনেকেই বিভিন্ন উপায় অর্থ লেনদেন করে থাকেন। আপনি যদি জরুরী মুহুর্তে ব্যাংকিং কার্ডগুলো থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

ডেবিট ক্রেডিট ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার জন্য আপনার মোবাইলে বিকাশ অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। আপনি যদি ভিসা কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চান বা মাস্টারকার্ড থেকে বিকাশের মাধ্যমে টাকা উঠানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন-

  1. কার্ড নাম্বারটি সঠিক দিতে হবে।
  2. কার্ডের এক্সপাইরেশন মাস ও সাল দিতে হবে।
  3. CVN/CVV/CVV2 কোড নাম্বারটি প্রয়োজন হবে।

যেকোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে বিকেশে টাকা আনার জন্য আরো কিছু তথ্য লাগবে যেগুলো নিচে স্টেপ বাই স্টেপ বলা হবে। তবে কার্ডের এই তথ্যগুলো খুবই প্রয়োজনীয় এবং সেগুলো বিকাশের মাধ্যমে টাকা উঠানোর সময় দরকার হবে।

ভিসা কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার

আপনি যেকোনো ব্যাংকের ভিসা কার্ডের মাধ্যমে বিকাশে মানি ট্রান্সফার করতে পারবেন। এরজন্য আপনার মোবাইলে বিকাশ অ্যাপটি ইনস্টল করতে হবে। মানি ট্রান্সফার করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হলো-

স্টেপ-১

বিকাশ এপস ইনস্টল করে ওপেন করুন এবং পিন কোড দিয়ে লগইন করুন।

স্টেপ-২

কার্ড থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য Bkash অ্যাপটি লগইন করে “অ্যাড মানি” তে ক্লিক করুন।

স্টেপ-৩

অ্যাড মানিতে ক্লিক করলে দুটি অপশন দেখতে পাবেন ১। ব্যাংক টু বিকাশ ২। কার্ড টু বিকাশ। আপনি যেহেতু কার্ড থেকে বিকাশে টাকা আনবেন তাই আপনাকে “কার্ড টু বিকাশ” সিলেক্ট করতে হবে।

স্টেপ-৪

এখন আপনি আরো দুটি অপশন দেখতে পাবেন মাস্টারকার্ড ও ভিসা। আপনি এখানে দুই ধরনের কার্ডের মাধ্যমেই বিকাশে টাকা আনার নিয়ম দেখাবো তবে এখন ভিসা কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়মটি দেখাবো। সুতরাং আপনি ভিসা কার্ডটি সিলেক্ট করুন।

স্টেপ-৫

আপনি যে নাম্বারে টাকা আনবেন সেই নাম্বার ও কত টাকা ট্রান্সফার করবেন সেই এমাউন্ট দেওয়ার জন্য দুটি খালি বক্স চলে আসবে।

যে নাম্বার দিয়ে আপনি এখন বিকাশ অ্যাপে লগইন করেছেন এবং এটার মধ্যেই যদি টাকা transfer করতে চান তাহলে “My Account” সিলেক্ট করবেন। এছাড়া অন্য কোনো বিকাশ নাম্বারে যদি টাকা পাঠাতে চান তাহলে “Other Account” এ ক্লিক করবেন।

যেটাই আপনি সিলেক্ট করুন আপনাকে বিকাশ নাম্বার ও এমাউন্ট দিয়ে “Proceed” এ ক্লিক করতে হবে।

আরো পড়ুন- নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম

মনে রাখবেন, বিকাশ অ্যাড মানির মাধ্যমে আপনি প্রতিদিন কমপক্ষে পাঁচবার লেনদেন করতে পারবেন তবে ৩০,০০০ টাকার বেশি ও ৫০ টাকার কম করা যাবে না। এভাবে প্রতি মাসে পঁচিশবার আর্থিক লেনদেন করতে পারবেন তবে দুই লক্ষ টাকার বেশি না।

স্টেপ-৬

ভিসা কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য এখন “Add money from new card” এ ক্লিক করতে হবে। ক্লিক করলেই “Don’t Save” ও “Save” নামের একটি POPUP দেখতে পাবেন। এর মানে হলো আপনি যে কার্ড থেকে বিকাশে টাকা আনবেন সেটা থেকে ভবিষ্যতেও টাকা আনার জন্য কার্ডটি সেভ করে রাখতে চান কি না। আমি সেভ করে রাখতে চাই না তাই “Don’t Save” বাটনে ক্লিক করছি।

স্টেপ-৭

এখন নতুন একটি পেজ ওপেন হবে যেখানে আপনার “Payment Details” প্রদান করা লাগবে। “Card Type” ভিসা সিলেক্ট করে খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।

  • Card Number: এখানে আপনার কার্ডের যে কয় ডিজিটের নাম্বার রয়েছে সেটা দিতে হবে।
  • Expiration Month: আপনার কার্ডের মেয়াদ যে মাসে শেষ হবে সেই মাস এখানে দিতে হবে।
  • Expiration Year: এখানে আপনার কার্ডের মেয়াদ শেষ হওয়ার সাল দিতে হবে।
  • CVN: এটা মূলত কার্ডের সামনে বা পেছনে ৩ থেকে ৪ ডিজিটের একটি নাম্বার। সেই নাম্বারটি এখানে দিতে হবে। CVN এর পরিবর্তে অনেকের কার্ডে CVV/CVV2 লেখা থাকতে পারে।
ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম
ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

প্রতিটি খালি ঘর পূরণ করা হলে নিচে ডান দিকে গ্রীন কালারের “Pay” বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ-৮

আপনি যে কার্ড থেকে বিকাশে টাকা আনতে চাচ্ছেন সেটার মোবাইল নাম্বারে একটি otp কোড পাঠানো হবে ভেরিফিকেশন করার জন্য। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে ভিসা কার্ড খুলছেন সেটার মধ্যে যাওয়া ওটিপি কোডটি এখানে খালি ঘরে বসাতে হবে এবং “Submit” এ ক্লিক করতে হবে।

সাবমিটে ক্লিক করলে একটু লোডিং হবে এবং সাথে সাথে আপনার বিকাশ একাউন্টে টাকা চলে আসবে। বিকাশ থেকে একটি মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার একাউন্টে টাকা আসছে কি না।

ভিসা কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার
ভিসা কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার

এভাবেই মূলত ভিসা কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে। আপনিও যদি ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনতে চান তাহলে উপরের স্টেপগুলো ভালো করে ফলো করুন।

আরো পড়ুন-

মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

অনেকের কাছেই ভিসা কার্ড নেই কিন্তু মাস্টারকার্ড রয়েছে। আপনি যদি মাস্টারকার্ড থেকে বিকাশে টাকা আনতে চান তাহলে নিচের পদ্ধতিটি ফলো করুন।

স্টেপ-১

উপরের স্টেপগুলোর মতোই বিকাশ অ্যাপ ওপেন করে অ্যাড মানি>কার্ড টু বিকাশ>মাস্টারকার্ড এ ক্লিক করতে হবে।

স্টেপ-২

এখন বিকাশ নাম্বার ও টাকার এমাউন্ট বসাতে হবে। নিজের বিকাশ নাম্বারে টাকা আনতে চাইলে অটোমেটিক নাম্বার বসে যাবে। কিন্তু অন্য নাম্বারে পাঠানোর জন্য “Other Account” এ ক্লিক করতে হবে। যাইহোক, আপনি টাকার অ্যামাউন্ট দিয়ে “Continue” তে ক্লিক করুন।

স্টেপ-৩

আপনি যে মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা আনতে চাচ্ছেন সেটার কিছু ইনফরমেশন দিতে হবে।

  • Card Number: আপনার মাস্টারকার্ডের সম্পূর্ণ নাম্বারটি টাইপ করতে হবে।
  • Cardholder’s Name: মাস্টারকার্ডে আপনার নাম যেটি দেওয়া আছে সেটা এখানে টাইপ করুন।
  • Expiry Date: আপনার মাস্টারকার্ডের মেয়াদ শেষ হওয়ার মাস ও সাল দিতে হবে।
  • CVV: এখানে মাস্টারকার্ডের সিভিভি কোড টাইপ করতে হবে।

সবকিছু ফিল আপ করা হলে “Continue” তে ক্লিক করুন।

স্টেপ-৪

আপনার কার্ড যে ফোন নাম্বার দিয়ে তৈরি করা হয়েছে সেই নাম্বারে একটি otp কোড পাঠানো হবে ভেরিফিকেশনের জন্য। আপনি otp কোড টি এখানে টাইপ করে “Continue” তে click করলেই আপনার বিকাশ একাউন্টে টাকা চলে আসবে।

মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা আনার এটাই একটি দুর্দান্ত পদ্ধতি। এভাবে কার্ড থেকে বিকাশে টাকা আনা খুব সহজ ও সিকিউর। কোনো প্রতারণা ছাড়াই আপনি কার্ড থেকে বিকাশে টাকা আনতে পারছেন এটাই হলো আসল কথা। আপনি ঘরে বসেই যেকোনো মুহুর্তে বিকাশে টাকা আনতে পারবেন ও বিকাশ থেকেও বিভিন্ন জায়গায় টাকা পাঠাতে পারবেন।

উপসংহার ( কার্ড থেকে বিকাশে টাকা )

ব্যাংকের ভিসা কার্ডের মাধ্যমে বিকাশে টাকা আনার যে পদ্ধতি রয়েছে সেটা আজকে আমি শেয়ার করেছি। আর্টিকেলের কোথাও বোঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার মূল্যবান মন্তব্যটি আমি বিশেষ ভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। পরবর্তি আর্টিকেলে আমি ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম নিয়ে আলোচনা করবো।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!